রাজধানী ঢাকার শান্তিনগরের ট্রপিকাল রাজিয়া প্যালেসে শনিবার বিকেল ৪টা ৫৪ ভবনটির ৩য় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় শনিবার সন্ধ্যা ৬টায় আগুনে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে ৬টায় নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে, আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি