রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে হাতিরঝিলের প্রথম ব্রিজ সংলগ্ন এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে হাতিরঝিল থানা পুলিশ এসে সেটি উদ্ধার করে।
পুলিশ জানান, মরদেহটি কে বা কারা ফেলে গেছে সে বিষয়টি এখনই জানা যাচ্ছে না। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি। পচাগলা অবস্থায় এটি উদ্ধার করা হয় বলেও জানান তিনি। সময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি