ব্রহ্মপুত্র সেতুতে অতিরিক্ত টোল আদায়, হয়রানি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করে পরিবহণ শ্রমিকরা।
দুপুরে শেরপুর-জামালপুরের পরিবহণ শ্রমিকরা সম্মিলিতভাবে ব্রহ্মপুত্র সেতু সড়কে এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ব্রহ্মপুত্র সেতুর ইজারাদার শর্ত ভঙ্গ করে প্রতিটি গাড়ি থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে বিভিন্ন সময় শ্রমিকরা নির্যাতনের শিকার হয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো ফলাফল পাওয়া যায়নি। মানববন্ধনে শ্রমিকদের সাথে পরিবহণ মালিক সমিতির নেতারাও অংশগ্রহন করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি