মৌলভীবাজারের প্রায় সব উপজেলাতেই শুরু হয়েছে মাল্টার চাষ। কম খরচে বেশি ফলন এবং বাজারে চাহিদা থাকায় এই ফল চাষে ঝুঁকছেন কৃষক থেকে শুরু করে জেলার শিক্ষিত বেকার যুবকরা। এতে একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা অন্যদিকে জেলায় বাণিজ্যিকভাবে বাড়ছে মাল্টার চাষাবাদ।
লেবু জাতীয় ফল মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে মৌলভীবাজারে। চা এবং অন্যান্য ফসলের মতো বাণিজ্যিকভাবে মাল্টা চাষে ঝুঁকছেন এখানকার কৃষক এবং বেকার যুবকরা। এবার জেলায় ছোট-বড় বাগানে প্রায় ৬৭০ মেট্রিক টন মাল্টার উৎপাদন হয়েছে। তবে, সবচেয়ে বেশি মাল্টা বাগান রয়েছে বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলায়।
বাগানিরা বলছেন, স্বাদে-গুণে অত্যন্ত সুস্বাদু এই মাল্টা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। অল্প খরচে ভালো লাভ হওয়ায় আগ্রহ বাড়ছে তাদের। এদিকে, এসব বাগানে কাজ করে অনেকেরই হয়েছে কর্মসংস্থান।
মৌলভীবাজারের মাটি মাল্টা চাষের খুবই উপযোগী। তাই সম্ভাবনাময় এ ফল চাষে কৃষকদের আরো সম্পৃক্ত করে এ জেলাকে মাল্টা জোন হিসেবে গড়ে তুলতে কাজ চলছে বলে জানান, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক কাজী লুৎফুল বারী।
জেলার ৭টি উপজেলায় এ বছর ১০৩ হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে। আর ছোট-বড় মিলিয়ে মোট বাগান রয়েছে ৫১৪টি।