উচ্চশিক্ষার পাশাপাশি জীবিকা অর্জনের জন্য কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ দুপুরে নারায়ণগঞ্জের ‘নাজিমউদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজে’র নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বর্তমান সরকার হাতে-কলমে শিক্ষার জন্য অনেক সুযোগ সৃষ্টি করছে উল্লেখ করে উপমন্ত্রী বলেন, বর্তমান সময়ে কারিগরি ও কৃষি শিক্ষাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কারণ সকল শিক্ষাই জীবন গড়ার সহায়ক। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল বিষয়গুলোতেও মনোযোগ দিতে হবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি