পঞ্চগড় পৌরসভায় ১২ হাজার ৫৬ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকিয়া খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তৌহিদুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৪৭৫ ভোট।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে পঞ্চগড় পৌরসভার ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শীত উপেক্ষা করে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।
নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাগপাসহ তিনজন মেয়র প্রার্থী এবং ৫৩ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রের ৯৭টি কক্ষে ভোট অনুষ্ঠিত হয়।
মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ১১। এদের মধ্যে পুরুষ ১৭ হাজার ১৫৩ এবং নারী ভোটার ১৭ হাজার ৮৫৮।