লক্ষ্মীপুরের রায়পুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। শুক্রবার রায়পুর শহরের মাতৃছায়া হাসপাতালে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়।
মা ও তিন নবজাতক সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসক। এতে ওই গৃহবধূর পরিবারে আনন্দ বিরাজ করছে।
হাসপাতালের পরিচালক আবদুর রহমান তুহিন চৌধুরী জানান, উপজেলার চরআবাবিল ইউপির ক্যাম্পের বড়চর গ্রামের দিনমজুর নাসির আহাম্মেদের স্ত্রী সীমু আক্তার বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি হন। নরমাল ডেলিভারির জন্য অনেক চেষ্টা করা হয়।
তিনি বলেন, পরে মা ও সন্তানদের ঝুঁকির কথা চিন্তা করে শুক্রবার সন্ধ্যায় ডা. মনিজ করিম, ডা. তরুণ কান্তি পাল, ডা. সঞ্জয় কুমার শাহা ও ডা. ইফতেখার উল হক খানের তত্ত্বাবধানে তিনটি সন্তান জন্ম দেন সীমু আক্তার। তাদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে। আল্লাহর রহমতে মা ও সন্তানরা সুস্থ আছে।
দিনমজুর নাসির ও তার স্ত্রী সীমু আক্তার বলেন, আমাদের আগের ২ সন্তান রয়েছে। এখন এক সঙ্গে তিন সন্তান হল। আমরা সবার কাছে দোয়া চাই।