রমজানে কম মূল্যে পেঁয়াজ কিনতে পারছেন দিনাজপুরের হিলির বাসিন্দারা। সীমান্তবর্তী এই এলাকার বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। বর্তমানে বাজারে পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তারা জানান, দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং বাজারে বেশি আমদানি হওয়ায় এই পণ্যটির ঝাঁজ কমেছে।
ব্যবসায়ীরা জানান, বিগত কয়েক বছরের চেয়ে এ বছর পেঁয়াজের দাম অনেক কম। গত বছর ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ছিল। এর আগের বছরেও প্রায় ১০০ থেকে ১২০ টাকা কেজি ছিল পেঁয়াজের দাম।