চট্টগ্রামের ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যার ১৪ দিন পরও খুনীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উল্টো খুনীদের হুমকিতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহত গৃহবধুর পরিবার। তাদের অভিযোগ, হত্যাকান্ডের পর পুলিশ দু’জনকে গ্রেফতার করলেও মূল হোতারা ধরা ছোঁয়ার বাইরে। মামলা তুলে নিতে তারা প্রতিদিন নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। গত ১৩ এপ্রিল রাতে ফটিকছড়ির হারুয়ালছড়ি গ্রামে গৃহবধু মামনি বালা দে’কে ধর্ষণে ব্যর্থ হয়ে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।