নিউজ ডেস্ক / বিজয় টিভি
ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যা প্ররোচণার অভিযোগে দায়ের করা মামলায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী বাদীর অভিযোগপত্র বিষয়ে আপত্তি নেই জানিয়ে অভিযোগপত্র গ্রহণ করেন। অভিযুক্তরা হলেন, স্কুলেল সাবেক অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিন্নাত আরা। একইসঙ্গে শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে মামলার দায় থেকে অব্যাহতি দেয় আদালত। গত ২০ মার্চ হাসনা হেনাকে অব্যাহতির আবেদনসহ বাকী দুজনকে আসামি করে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি