নিউজ ডেস্ক / বিজয় টিভি
চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর ইউমেনের ৭ম সমাবর্তন হয়েছে।
শনিবার দুপুরে রেডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর শেরি ব্লেয়ার। এবারের সমাবর্তনে যুক্তরাষ্ট্র, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, ভুটানসহ বিশ্বের ১২টি দেশ থেকে আসা ১০০ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। সমাবর্তনে আফগানিন্তানের অর্থমন্ত্রী অধ্যাপক মো. হুমায়ুন কাইয়ুমীকে ‘ডক্টরেট অব লজ’ এবং বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘ডক্টরেট অব আর্টস’ ডিগ্রি দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি রুবানা হক, এশিয়ান ইউনিভার্সিটি ফর ইউমেনের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি