নিউজ ডেস্ক / বিজয় টিভি
সক্ষমতা সত্ত্বেও পুরনো পাইপ লাইনের কারণে উচ্চ চাপে পানি সরবরাহ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ।
মঙ্গলবার ‘নিরাপদ পানি, স্যানিটেশনের অগ্রগতি, সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ওয়াসার সম্মেলন কক্ষে এসডিজি ইয়ুথ ফোরাম এ সেমিনার আয়োজন করে। ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও গবেষক এস এম আরাফাত। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ড. মনজুরুল কিবরীয়া, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী সহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি