বোয়ালখালীতে সরকারি খাস জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
গত কয়েকদিন ধরে পশ্চিম গোমদন্ডী এলাকায় প্রভাবশালী এক ভুমিদস্যু নিয়ম নীতির তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণের কাজ করছেন। এ ব্যাপারে বোয়ালখালীর সহকারী কমিশনার একরামুল ছিদ্দিক জানান, ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।