আগামী বছর ফ্রি ট্রান্সফার এড়ানোর জন্য এমবাপ্পেকে এবারের গ্রীষ্মেই ছাড়তে চায় পিএসজি। এদিকে ফরাসি তারকাকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ। এরই মাঝে আবার এসেছে নতুন এক খবর। এমবাপ্পেকে এক বছরের জন্য ধারে দলে পেতে চায় ইংলিশ ক্লাব লিভারপুল। এর জন্য বড় অঙ্ক খরচ করতেও রাজী দলটি।
চলতি মৌসুমটা পিএসজিতে কাটিয়ে ফ্রি এজেন্ট হয়ে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান এমবাপ্পে। স্প্যানিশ ক্লাবটিও তাকে পরের মৌসুমেই চায়। ইতোমধ্যে এমবাপ্পের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রাইজ ট্যাগ বেঁধে দিয়েছে পিএসজি। প্যারিসের ক্লাবটি আলোচনার মাধ্যমে এর থেকে কম অর্থও শেষ পর্যন্ত মেনে নিবে বলে জানিয়েছিল।
অন্যদিকে, এমবাপ্পেকে অনেক দিন থেকেই পেতে চাইছে লিভারপুল। মাঝে এ নিয়ে কয়েক দফা নানা গুঞ্জন উঠেছিল। ধারণা করা হচ্ছে, লিভারপুলের এ প্রস্তাব মেনে নিলে এমবাপ্পকে নিয়ে আর্থিক ক্ষতির অঙ্ক কমাতে পারবে ফরাসি ক্লাবটি। এ পরিস্থিতিতে অনেকেই লিভারপুলের এই ধারের প্রস্তাবকে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে দেখছেন। অন্যদিকে এক মৌসুম ধারে খেলে এমবাপ্পেরও তার পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে কোন বাঁধা থাকবে না। তবে এ প্রস্তাবে এমবাপ্পে রাজি হবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়।