নিউজ ডেস্ক / বিজয় টিভি
পটিয়ার শান্তিরহাট এলাকায় লাগেজ থেকে শিশুর কয়েক টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। জানা গেছে, কক্সবাজারগামী যাত্রীবাহী বাস থেকে একটি লাগেজ রাস্তার পাশে খালে ফেলে দেয়া হয়। এসময় আশপাশের লোকজন,গাড়ি চালক ও শ্রমিকরা জড়ো হয়ে লাগেজটি উদ্ধার করলে সেখানে পলিথিন মোড়ানো শিশুর টুকরো করা মরদেহটি দেখতে পান। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না-তদন্তের জন্য শিশুটি মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি