বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দশম প্রতিরক্ষা সংলাপ শুরু হয়েছে আজ (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের এএফডি মাল্টিপারপাস হলে। যা শেষ হবে বৃহস্পতিবার (২৪ আগস্ট)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সেনানিবাসে দুই দিনব্যাপী এ সংলাপের বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন ব্রিগেডিয়ার জেনারেল জেমস হুমাস জন।
সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবেলা, শান্তিরক্ষা কার্যক্রম এবং প্রশিক্ষণের ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মোতায়েন ও কর্মশালা বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
এছাড়া বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই প্রতিরক্ষা চুক্তি নিয়ে ধীরে চলার পক্ষে সরকার।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।