রংপুর নগরীর খটখটিয়া এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তারা বিএনপি নেতাকর্মী। তবে বিএনপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা তাদের কেউ নয়।
বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মিডিয়া উৎপল কুমার রায় এক প্রেস ব্রিফিংয় জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়, রংপুর মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা দলের নেতাকর্মীদের নিয়ে নাশকতা সৃষ্টি, জনগণের মাঝে ভীতি সঞ্চার এবং পুলিশের ওপর আক্রমণের করার উদ্দেশ্যে খটখটিয়া হাইস্কুল মাঠে গোপন বৈঠক করছে। এমন খবরের ওপর ভিত্তি করে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতারাসহ অন্যরা পালিয়ে যায়। তবে তিন জনকে দুটি দেশি রামদাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন– নগরীর শালবন মিস্ত্রিপাড়া মহল্লার আকরাম হোসেন ওরফে আকাশ ওরফে সৌরভ, নগরীর গুড়াতিপাড়া মহল্লার শামিউল আলম (২৮) এবং রংপুর নগরীর রেলগেট বাবুপাড়ার আনাস সামাদ (৩০)।
উৎপল কুমার রায় জানান, এ ঘটনায় অস্ত্র আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিএনপির শীর্ষনেতাসহ অনেকের নাম বলেছে। তাদের গ্রেফতার করা হবে।
এদিকে, রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতারা অস্ত্র-শস্ত্র গ্রেফতার করার ঘটনাকে পুলিশের নাটক বলে অভিহিত করেছেন। মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহফুজুন্নবী ডন এবং জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু বলেন, ‘যে তিন জনকে পুলিশ বিএনপিকর্মী বলে দাবি করছে, তারা বিএনপির কোনও পর্যায়ের নেতাকর্মী নয়। তাদের আমরা চিনি না, কখনও দেখিনি। পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনও সম্পর্ক নেই।’
তারা আরও বলেন, ‘শুক্রবার (১ সেপ্টেম্বর) বিএনপির কর্মসূচি সফল করার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে সভা-সমাবেশ করছি। বুধবারও আমরা নগরীর উত্তম এলাকায় সমাবেশ করেছি। মূলত বিএনপিকে বিতর্কিত এবং মানুষের কাছে হেয় করার জন্য পুলিশ মিথ্যা প্রচারণা চালাচ্ছে।’
তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার না করার আহ্বান জানান।