হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং (আংশিক) উদ্বোধন হতে যাচ্ছে আজ। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে উপস্থিত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ উপলক্ষে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) সব প্রস্তুতি সম্পন্ন করেছে। কর্তৃপক্ষের পাশাপাশি প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, সফট ওপেনিং এর পর আজ রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশের নেপালগামী একটি ফ্লাইট তৃতীয় টার্মিনাল ব্যবহার করে ঢাকা ত্যাগ করবে। সেই ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংও করবে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স। উদ্বোধনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে মহড়াও সম্পন্ন হয়েছে।
এ টার্মিনালের একাংশে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে দু’টি ফ্লাইট পরিচালনা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার (২ অক্টোবর) ও বৃহস্পতিবার (৫ অক্টোবর) ওই দুইটি ফ্লাইট পরিচালনা করা হয়।