আল-আমিনের বলটা ঠিকঠাক বুঝে উঠতে পারেনি দুর্দান্ত ঢাকার লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা। ইনসাইড এজ হয়ে বল আঘাত করেছে হেলমেটে। পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছেন তিনি। তবে বোঝা গেল খেলার মত অবস্থায় নেই আর। গাল থেকে রক্ত ঝরছিল।
পরে অবশ্য ঢাকার ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। শেষ পর্যন্ত আর মাঠে থাকা হয়নি এই লঙ্কান ব্যাটারের। উঠে যেতে হয়েছে। ঢাকা চাইলে এবার নামবে কোনো কনকাশন সাবস্টিটিউট।