চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থেকে কবিতা রানী নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে চক্রেসো কানন আবাসিক এলাকার সোলেমান ম্যানশনে থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান। তিনি জানান, নিহত রানীর স্বামী মিঠুন পুরীও একজন পুলিশ কনস্টেবল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নগরীর পুরাতন চান্দগাঁও এলাকা থেকে রাকিব নামে এক কার্ভাড ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের পাশে কার্ভাড ভ্যান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি