চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১৭ জন দগ্ধ হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার ডাকবাংলো মোড়ে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহায়তায় আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান, দগ্ধ অবস্থায় ১৭ জনকে রাত পৌনে ১২ টার দিকে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে তিনজন শিশু ও বাকি সবাই বিভিন্ন বয়সী পুরুষ। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
নিউজ ডেস্ক / বিজয় টিভি