দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত সফল ভাবে অনুষ্ঠিত করার লক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে কাঞ্চন সম্মেলন কক্ষে এ প্রস্তুতী সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, গত বছর দিনাজপুরে প্রায় ৫ লক্ষাধিক মুসুল্লির অংশগ্রহনে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে । এবছর দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে আরো বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, যাতে প্রায় ৮ লক্ষাধিক মুসুল্লি একত্রে ঈদের নামাজ জামাতে আদায় করবে।
দিনাজপুরের জেলা প্রশাসক মো: আবু নঈম মুহাম্মদ আব্দুস সবুর এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হামিদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেবুর রহমান প্রমূখ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি