মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকযুদ্ধে ঠাকুরগাঁও ও রংপুরে ২ জন নিহত হয়েছে। এছাড়া দিনাজপুর থেকে উদ্ধার করা হয় আরও একজনের মরদেহ।
পুলিশ জানায়, ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলের নেকমরদ এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালান তারা। এসময় দুইপক্ষের গোলাগুলিতে নিহত হন মাদক ব্যবসায়ী শামীম হোসেন। ঘটনাস্থল থেকে মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়া রংপুরে বন্দুকযুদ্ধে মারা যান আবু মুসা নামে এক মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে দাবি করছে পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি