পর্যটন নগরী কক্সবাজারে বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়েছে। ‘সমুদ্র পরিচ্ছন্ন রাখি’ শ্লোগানে নানা আয়োজন সমুদ্র দিবস পালন করেছে কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড।
এই উপলক্ষ্যে শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী বীচে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পর্যটন সচিব আখতারুজ্জামান খান কবির, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সমুদ্র গবেষণা বিভাগের শিক্ষক ড. মুসলেম উদ্দিন মুন্না, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ব্যাপস্থাপনা পরিচালনা আলহাজ¦ শফিকুর রহমান প্রমূখ।
এতে চট্টগ্রাম বিশ^বিদ্যায়ের সমুদ্র গবেষণা বিভাগের শিক্ষার্থীরাসহ কক্সবাজার শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে দুপুরে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি