ডেঙ্গু প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান। সকালে মশক নিধনে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে সচেতনতামূলক সমাবেশে এ আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, সরকার ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে। এছাড়া সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি কর্মকর্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি