চট্টগ্রামে নাগরিক ফোরামের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে এবং পরিকল্পিত উন্নয়ের লক্ষ্যে সভা হয়েছে।
রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, জলাবদ্ধতার স্থায়ী নিরসনে নগরের উন্নয়ন সংস্থাগুলোর পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসা জরুরি। নগর ও নাগরিকের সম্মিলিত চেষ্টাই পারে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান এনে দিতে। এসময় আরো উপস্থিত ছিলেন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর উন্নয়ন পরিকল্পনাবিদ প্রকৌশলী আলী আশরাফসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি