বুড়ো থেকে শিশু- আবালবৃদ্ধবনিতার মনমাঝারে জায়গা করে নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শিশুটির লাল জার্সিতে লেখা ছিল ‘৭’ নম্বর এবং রোনালদো। চোখের সামনে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখতে পেয়েই দুহাত তুলে ছুটে গেল সে। বাধা দেয়নি কেউ। পর্তুগিজ মহাতারকা কিছুটা গম্ভীর হয়েই পিছন ফিরে খুদে ভক্তকে দেখতে পান। মুহূর্তে তারকার খোলস ছেড়ে বেরিয়ে এসে তাকে জড়িয়ে ধরে চুম্বন করেন!
শনিবার লিসবনের বিমানবন্দরে পর্তুগাল দল বিশ্বকাপ খেলার জন্য তখন রাশিয়াগামী বিমানে উঠতে যাচ্ছে। তখনই দেখা গেল এমন আবেগপূর্ণ দৃশ্য। রোনালদোর সঙ্গে হাত মেলাতে পেরে, তার স্নেহ এবং আদর পেয়ে আবেগে বিহ্বল হয়ে পড়ে শিশুটি। আনন্দে কেঁদে ফেলে সে। তখন দেখা যায়, রোনালদো বার বার তার পিঠে হাত দিয়ে, জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে যাচ্ছে। পাশে দাঁড়ানো বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরাও পর্যন্ত দাঁড়িয়ে দেখতে থাকেন এই অভূতপূর্ব দৃশ্য। রোনালদো হাসিমুখে তার খুদে ভক্তকে অটোগ্রাফও দিয়ে যান।
বিমানবন্দরে সি আর সেভেন এবং তার ভক্তের মধ্যে এই আবেগপ্রবণ সাক্ষাৎ মুহূর্তে ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। রোনালদোরা রাশিয়ার উড়াল দেওয়ার পর সেই বাচ্চার মায়ের সঙ্গে কথা বলেন সাংবাদিকরা। শিশুটির মা বলেন, ‘আমাদের জাতীয় দলকে আমি ও আমার ছেলে খুব ভালবাসি। তার উপর ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে যেতে পেরে আর অটোগ্রাফ নিয়ে আনন্দে কেঁদেই ফেলেছিল।’ রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল আর স্পেন রয়েছে একই গ্রুপে। প্রথম ম্যাচেই রোনালদোরা খেলবেন ইনিয়েস্তাদের বিপক্ষে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি