বৃহত্তর চট্টগ্রামের কোটি মানুষের স্বাস্থ্য সেবার ঠিকানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আর্থিক সংকট সহ নানা কারণে সুচিকিৎসা নিতে পারে না অনেকে। তবে পটিয়ার রোগীদের নানা দৈন্যতা দূর করে হাসাপতালে সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন মোহাম্মদ নুরুল আবছার। চট্টগ্রাম মেডিকেলের মাধ্যমে তার এ সহযোগিতার কথা স্বীকার করেন রোগী ও তাদেও স্বজনরা।
৫ বছর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পাওয়া নিয়ে বিড়ম্বনা নজরে আসে নুরুল আবছারের। এক পর্যায়ে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাতালের পরিচালকের সহায়তায় তিনি শুরু করেন সেবা কার্যক্রম।
হাসপাতালের পরিচালক জানালেন, রোগী কল্যাণ সমিতির মাধ্যমে তারা পৌনে তিন লাখ রোগীকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
এ উদ্যোগ দেখে পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ২ বছর ধরে নুরুল আবছারকে প্রয়োজনীয় আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান করে আসছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি