বাংলাদেশের তাবড় তাবড় অভিনেত্রীদের নিয়ে কাজ করেছেন তিনি ৷ উঠতি অভিনেত্রীরাও তাঁর সঙ্গে কাজ করার স্বপ্ন নিয়ে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দেন ৷ এরই মধ্যে প্রায় খান পঞ্চাশেক ছবি তৈরি করে ফেলেছেন পরিচালক শাহিন সুমন ৷ তবে তাঁর ছবির কুড়িটিতেই ছিল সুপারস্টার শাকিব খান ৷
আবারও শাকিব খান এবং শাহিন সুমন একসঙ্গে কাজ করতে চলেছেন শাহিনের একুশ নম্বর ছবিতে ৷ সেখানে নায়িকার ভূমিকায় থাকছেন শবনম বুবলী ৷ সম্প্রতি অনুষ্ঠিত হল ছবির শুভ মহরত ৷
ছবির প্রযোজনায় থাকছে ‘শাপলা মিডিয়া’। ‘শাপলা মিডিয়া’ প্রযোজনা সংস্থার চেয়ারম্যান সেলিম খান জানিয়েছেন, তাঁদের পর পর অনেকগুলি সুপারহিট ছবি প্রযোজনা করে চলেছেন।
তাঁদের মতে, দর্শকরা তাঁদের ছবি খুবই পছন্দ করেন ৷ তাই তাঁদের ছবির ভাল ব্যবসাও হয় ৷ তাঁদের ছবি হলে গিয়ে দর্শকরা দেখলে তাঁরা এতে খুব উৎসাহিত হন ৷ হলে গিয়ে তাঁদের সিনেমা দেখতে পছন্দ করলে তাঁরা আরও ভাল ছবি বানাবেন ৷ দর্শককে একের পর এক হিট ছবি, ভাল গল্প, হিরো-হিরোইনের ভাল রশায়ন নিয়ে হাজির হবেন তাঁরা৷ ‘কমান্ডার’ ছবিটির কাজ ইদের পর শুরু করার প্ল্যানে আছেন তাঁরা। এবং ইদের আগে অনুষ্ঠিত হবে শুভ মহরত। সবার শুভেচ্ছা, শুভকামনা নেই প্রতিটি ছবি শুরু করতে চান তাঁরা ৷
নিউজ ডেস্ক / বিজয় টিভি