পার্বত্য ভিক্ষু সংঘের সদস্য অমৃতানন্দ ভিক্ষু হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘বৌদ্ধ সংগঠন ও সম্মিলিত জাগরণ সমাজের’ আয়োজনে এ সভার আয়োজন করা হয়। সভায় হত্যাকারীর বিরুদ্ধে দ্রুত আইনানুগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান বক্তারা। এ সময় অভি বড়ুয়া,করুনানন্দ থের, ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া শাসনপ্রিয় মহাথেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত ২৫শে আগস্ট ঢাকা থেকে চট্টগ্রামে রেলপথে যাওয়ার সময় অমৃতানন্দ ভিক্ষুকে নৃশংসভাবে হত্যা করে কুমিল্লার গোমতী নদীতে ফেলে দেয় দূর্বৃত্তরা।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি