মাদকমুক্ত টেকনাফ গড়তে গণসচেতনতা বৃদ্ধিতে মানববন্ধন করেছে টেকনাফে পৌর কমিউনিটি পুলিশ।
রববিার সকালে শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে অবহিত করে সচেতন করতে হবে। পাশাপাশি টেকনাফকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. আলম বাহাদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হোসাইনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক আবুল কালাম, মহিলা আওয়ামী লীগ সভাপতি কোহিনূর আক্তারসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি