নিউজ ডেস্ক/বিজয় টিভি
টেকনাফের সেন্টমার্টিন থেকে দুই লাখ ইয়াবা ও ফিশিং ট্রলারসহ মিয়ানমারের ৮ নাগরিককে আটক করেছেন কোস্টগার্ড।
টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট সোহেল রানার নেতৃত্বে একটি দল সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান চালায়। অভিযানে একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। এ সময় ট্রলার তল্লাশি করে দুই লাখ ইয়াবাসহ মিয়ানমারের আট নাগরিককে আটক করা হয়। টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সোহেল রানা জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক ও অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি