রাজনীতি পাবার জায়গা নয়, রাজনীতি হলো সাধারণ মানুষের সেবার জায়গা, মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
গতকাল (রবিবার) চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে জাতীয় শ্রমিকলীগ মহিলা কমিটির কর্মী সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সিটি মেয়র ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীদের এগিয়ে আসার পাশাপাশি সকলকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান। চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিকলীগের সভাপতি নাসরিন আকতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রওশন জাহান সাথীসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি