নারায়নঞ্জের ফতুল্লার কুতুবআইলে পলমল গার্মেন্টস এর পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে শতাধিক শ্রমিক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।
গুরুতর আহত শ্রমিকদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।আবার অনেক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে ।
শ্রমিকরা জানায়, কারখানার পানিতে দীর্ঘদিন যাবৎ গন্ধ ছিল এ কারনে কেউ কারখানার পানি পান করতো না ।গতকাল কারখানা কর্তৃপক্ষ জানায় পানির ট্যাংকি পরিস্কার করা হয়েছে এখন পানিতে কোন গন্ধ নেই ।
পরে শ্রমিকরা পানি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে বমি ও পাতলা পায়খানা শুরু হয় অনেকে বমি করতেকরতে গলা দিয়ে রক্ত বেরিয়ে পড়ে । অবস্থা বেগতিক দেখে কারখানা কর্তৃপক্ষ গুরুতর অসুস্থ শ্রমিকদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ।ছুটির দাবিতে ৭তলা ভবনের এই কারখানার সব শ্রমিক আন্দোলন শুরু করলে কর্তৃপক্ষ ছুটি দিতে বাধ্য হয় ।
এসব অভিযোগের প্রেক্ষিতে গনমাধ্যম কর্মিরা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে ,গনমাধ্যম কর্মিদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি