চট্টগ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের সহসভাপতি খুরশীদ আহম্মদ নিহত হয়েছে।
গতকাল (রবিবার) রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক মো. মাশকুর রহমান জানান, র্যাবের টহল দল দেখে খুরশীদ ও তার অনুসারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় র্যাবের টহল দলের সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে খুরশীদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলেও জানায় পুলিশ।
https://youtu.be/yWlJrmwo_5U
নিউজ ডেস্ক/বিজয় টিভি