ফটিকছড়িতে জাফতনগর ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে সাধারন মানুষদের হয়রানির অভিযোগ উঠেছে।
দক্ষিন ফটিকছড়ি জাফতনগর ফাঁড়ীর ইনচার্জ এস আই আমির হোসেন বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী বেশ কয়েকজন এলাকাবাসী। এ ব্যাপারে মোঃ হোসেন নামে একজন এস আই আমির হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগও করেন। এদিকে অভিযুক্ত এস আই আমির হোসেন টাকা নেয়ার ব্যাপারটা সম্পুর্ন মিথ্যা বলে দাবী করেন। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল আব্দুল্লাহ আল মাসুম বলেন, এ বিষয়ে বাদী পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি