কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবির সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ মো. আজিজ ও মো. রহিম উদ্দিন নামে ২ জন মাদক কারবারী নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্যও আহত হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজিজকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আজিজকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে ১ টি এলজি, ৭ রাউন্ড কার্টুন ও ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে, হোয়াইক্যং কানজরপাড়া এলাকায় বিজিবির সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন মো. রহিম উদ্দিন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি