দিনাজপুরের মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধা সমাবেশ।
গতকাল কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিজয় স্মরণীস্থ মুক্তিযোদ্ধা ভবন চত্ত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে সাবেক জেলা কমান্ডার মো: শাহজাহানসহ জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি