টাকার বিনিময়ে রক্ত নয়, স্বেচ্ছায় রক্তদানেই মানবতার জয়” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার “জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ’ প্রাঙ্গণে ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে দোহারের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘দোহার ব্লাাড ব্যাংকে’ এর উদ্যোগে প্রায় পাঁচশতাধিক ছাত্রছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি ছাত্রছাত্রীদদের উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে উৎসাহ প্রদান করেন এবং যে কোনো প্রয়োজনে সর্বদা দোহার ব্লাড ব্যাংকের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যক্ষ, শিক্ষক, সাংবাদিক ও এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গসহ দোহার ব্লাড ব্যাংকের প্রায় দুইশতাধিক কর্মীবৃন্দ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি