ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ তখন পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া৷ পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বক্তব্য রেখে ফিরে আসছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ মাঠেই তাঁর জন্য অপেক্ষায় স্ত্রী অনুষ্কা৷
হার্টথ্রবকে সামনে দেখে সিরিজ জয়ের তৃপ্তির হাসি নিয়ে এগিয়ে এলেন বিরাট৷ এরপর তৈরি হল এক স্পেশ্যাল মোমেন্ট৷ একে অপরকে আলিঙ্গন করলেন ভারতীয় ক্রিকেটের মিস্টার ও মিসেস৷ অ্যাভন নদীর তীরে এ যেন ‘আ গলে লাগ যা’ সিনেমার দৃশ্যপট৷ অনুকে দেখে আবেগ লুকিয়ে রাখতে পারলেন না চিকু৷ মুহূর্তে গলা জড়িয়ে অনুষ্কাকে ছোট্ট একটা৷ কোহলি-অনুষ্কার সেই হাগই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
তাঁর জীবনে অনুষ্কা ঠিক কতটা গুরুত্ব রাখেন সেটা অতীতে একাধিকবার ইন্টারভিউতে জানিয়েছেন বিরাট৷ রবিবার সিরিজ জিতে হাগ করে চিকু বুঝিয়ে দিলেন কেরিয়ারের প্রতিটি জয়তেই এভাবেই পাশে পেতে চান অনুষ্কাকে৷ শুধু অনুষ্কা নন, গ্যালারিতে বসে রবিবারের ম্যাচের স্বাদ নিলেন ধোনির স্ত্রী সাক্ষীও ৷
নিউজ ডেস্ক / বিজয় টিভি