কক্সবাজারে টেকনাফে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনায় মো. উল্লাহ ওরফে সোনা মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, হ্নীলা ইউনিয়নের পাহাড়ি এলাকায় দুই দল সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে অভিযানে গেলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৮ রাউন্ড তাজা বুলেট, ২৫ রাউন্ড খোসা উদ্ধার করা হয়। এসময় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি