চট্টগ্রামে হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা ১৮টি মামলার আসামি এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেপ্তারকৃত মো. কামাল উদ্দিন (৪৫) সাতকানিয়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সাতকানিয়া উপজেলার ছদহা ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাতকানিয়ার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীরা সাতকানিয়া এলাকায় পুলিশ হত্যা, হামলাসহ বিভিন্ন নাশকতা করেছিল। ওইসব ঘটনায় কামালের বিরুদ্ধে ১৮টি মামলা হয়েছিল।
নিউজ ডেস্ক / বিজয় টিভি