রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ। দুপুরে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বিদ্যুৎকেন্দ্র প্রাঙ্গণে সুধি সমাবেশে বক্তব্য দেন শেখ হাসিনা। তুলে ধরেন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড।
২০২৫ সালে পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে এক হাজার দুশো মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পাবনায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।
এছাড়া, পুরো পাবনা শহরে এখন বিরাজ করছে, সাজ সাজ রব। আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে রয়েছে, উৎসাহ-উদ্দীপনা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি