গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সাত্তার টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানা কর্তৃপক্ষ শ্রমিক অন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছেন। অবশ্য কর্তৃপক্ষ কারখানায় গ্যাস সরবরাহ না থাকায় কারখানা বন্ধ ঘোষনার নোটিশ টাঙ্গিয়ে দিয়েছেন।
শ্রমিক ও শিল্পপুলিশ জানান, গত বৃহস্পতিবার ৩ মাসের বকেয়া বেতন দাবী করলে কর্তৃপক্ষ বেতন না দিয়ে ছুটি দিয়ে দেয়। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকলেও শনিবার শ্রমিকরা যথারীতি কারখানা কাজে এসে গেইটে বন্ধের নোটিশ দেখতে পায়।
পরে শ্রমিকরা কারখানার গেইটে শান্তিপূর্ণ অবস্থান কর্মসুচী পালন করে। কারখানার শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি