অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।গতকাল নগরের চান্দগাঁও ও লালদীঘি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মইনুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মো. শাহ আলমের ছেলে মো. সজীব (২২), কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাইট্যংপাড়ার মো. করিম উল্লাহর ছেলে মো. ইয়াছিন (৩২) ও ভোলা জেলার সদর উপজেলার জয়নগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মো. ওবাইদুর রহমান (৫০)।
মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে নগরের চান্দগাঁও শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে থেকে একটি পিকআপ গাড়িসহ সজীবকে গ্রেফতার করা হয়। গাড়ির চেসিসের ভেতর সুকৌশলে লুকানো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে সজীবের স্বীকারোক্তি অনুযায়ী লালদীঘি জহুর হকার্স মার্কেটের সামনে থেকে ১ লাখ টাকাসহ ইয়াসিন ও ওবাইদুরকে গ্রেফতার করা হয়। ইয়াবাগুলো টেকনাফ থেকে কুমিল্লা নিয়ে যাচ্ছিলো।
নিউজ ডেস্ক / বিজয় টিভি