রপ্তানি বাণিজ্যে উল্লেখযোগ্য অবদান রাখায় ৬২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ দেয়া হয়েছে। গেল ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানির স্বীকৃতিস্বরূপ তাদের এ ট্রফি দেয়া হয়।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের ট্রফি প্রদান করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার উদ্যোক্তাদের জন্যও আগামীতে রপ্তানি ট্রফি দেয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
চলতি বছর ২৮টি প্রতিষ্ঠানকে স্বর্ণ, ২০টি প্রতিষ্ঠানকে রৌপ্য ও ১৪টি প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য সচিব সুভাশীষ বসু, এফ.বি.সি.সি.আইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম , রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য সহ অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি