কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল হাসিম ও মো: আইয়ুব নামে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
টেকনাফের হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ শাহ আলম জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব।
এ সময় অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আবুল হাসিম ও আয়ুবকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি