সাগর পথে মালয়েশিয়া যাবার প্রস্তুতিকালে ২২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
গতকাল রাতে টেকনাফের শামলাপুর নোয়াখালীয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীয়াপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় সেখানে অপেক্ষারত ২২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। একটি চক্র তাদেরকে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য ওই এলাকায় জমায়েত করেছিল বলে জানান তিনি।
তবে অভিযানকালে পালিয়ে যায় পাচারকারীরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি