নগরের পতেঙ্গা এলাকা থেকে আনুমানিক ৫৫ বছরের এক অজ্ঞাত পরিচয়ের পুরুষের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পতেঙ্গার ১০ নম্বর ঘাটের কয়লার ডিপো এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম।
তিনি বলেন, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে দুপুর ১২টার দিকে আনুমানিক ৫৫ বছর বয়সী পুরষের বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করেছে পতেঙ্গা থানা পুলিশ। মরদেহটির চেহারা বিকৃত হয়ে গেছে। সম্ভবত ৫-৬ দিন আগে তাকে হত্যার পর এখানে ফেলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি