কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ইলিয়াছ প্রকাশ নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।
আজ (মঙ্গলবার) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, রাতে র্যাবের একটি দল উপজেলার জাদিমোরা রোহিঙ্গা শিবির ক্যাম্পে অভিযান চালায়।
এ সময় র্যাবের সাথে ডাকাতদের গুলিবিনিময় হয়। এ ঘটনায় ডাকাত ইলিয়াছ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গান ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি